• ঢাকা রবিবার
    ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

নীলফামারীতে অতিরিক্ত নেয়া ভাড়া যাত্রীদের ফেরত দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৭:৫৪ পিএম

নীলফামারীতে অতিরিক্ত নেয়া ভাড়া যাত্রীদের ফেরত দিলো ভ্রাম্যমাণ আদালত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা থেকে কুমিল্লার ভাড়া ১হাজার ২’শ টাকা কিন্তু যাত্রীদের কাছ থেকে নেয়া হয়েছিলো ১হাজার ৫’শ টাকা করে।  এমন অভিযোগ পেয়ে শনিবার (৫ এপ্রিল) দুপুরে নীলফামারীর জলঢাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। জলঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে পাঁচজন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পেয়ে পান পরিবহণ ও হালিম ট্রাভেলস থেকে যাত্রীপ্রতি অতিরিক্ত নেয়া ৩’শ করে টাকা ফেরত দেয়া হয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেলের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ। এ সময় বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি:) এস এম মাহবুবুর রহমান উপস্থিত।  এরআগে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা নামক স্থানে যানবাহনগুলোর কাগজ পত্র যাচাই করে ভ্রাম্যমাণ আদালত।

বিআরটিএ’র নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি:) এস এম মাহবুবুর রহমান বলেন, নিরাপদ যাত্রীসেবা ও সঠিক ভাড়া আদায় নিশ্চিত করণে বিআরটিএ এই কার্যক্রম পরিচালনা করছে।  গেল কয়েকদিনে জেলা শহর ছাড়াও বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনীর সমন্বয়ে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ