• ঢাকা রবিবার
    ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ডোমারে পাঁচ বছরের শিশুকে যৌন হয়রানীর অভিযোগ মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৭:৫২ পিএম

ডোমারে পাঁচ বছরের শিশুকে যৌন হয়রানীর অভিযোগ মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া ডাক্তার পাড়া এলাকায় মো. খলিলুর রহমান ডাবলু (৫৬) নামের একজন মাংস ব্যবসায়ী।

শবিবার (০৫ এপ্রিল) বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা লক্ষ্য করা গেছে। স্থানীয়দের অভিযোগ, ডাবলু দীর্ঘদিন ধরে নারীঘটিত কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তবে শুক্রবার রাতে পাঁচ বছর বয়সী শিশুকে যৌন হয়রানীর ঘটনাটির সত্যতা রয়েছে বলে জানান তারা।

শিশুটির পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি নিজ বাড়িতে শুক্রবার রাতে ডেকে নিয়ে শিশুটির সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করেন। শিশুটির মা জানান, ‍‍`ডাবলু অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।‍‍`

এ বিষয়ে ডাবলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে, জোড়াবাড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদ রিপন বলেন, ‍‍`ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এই অভিযোগ আনা হয়েছে। প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নেব।‍‍`

এদিকে ইউপি সদস্য জাহিরুল ইসলাম বলেন, ‍‍`বিষয়টি আমি শুনেছি। তবে এটি খুব জটিল কিছু নয়। শিশুটির গায়ে হালকা হাত দিয়েছেন বলে ব্যবসায়ী ডাবলু আমাকে জানিয়েছে।‍‍` তবে শিশুটির বাবা মির্জা জানান,তিনি নোয়াখালীতে কাজ করেন। ষুক্রবার রাতে আমার বাবা আমাকে ফোেনে জানানযে ডাবলু তোর বেটিকে ধর্ষন করেছে। বিষয়টি শুনার সাথে সাথে আমি বাড়ীর উদ্দেশ্যে রওনা দেই। স্থানীয়রা বলেন, রাতে জাহিরুল মেম্বারের নেতৃত্বে বৈঠকে বসে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ৭ লক্ষ টাকায় বিষয়টি রফাদফা হয়। তারপর থেকেই শিশুটির পরিবার ভিন্ন কথা বলছে।  শিশুটির বাবা বলেন, আমি ধর্ষনের বিচার চাই। টাকা খেয়ে কেউ যদি ঘটনা ভিন্নখাতে নেবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিবো।

ডোমার থানার দ্বায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শৈলেন বলেন, ‍‍`এখনো থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।‍‍`

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ