• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সুন্দরবনে একটি মৃত ডলফিন উদ্ধার

প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ১০:০৯ পিএম

সুন্দরবনে একটি মৃত ডলফিন উদ্ধার

দেশজুড়ে ডেস্ক

সুন্দরবনের শরণখোলা-বগী ভারাণী খাল থেকে ভাসমান একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। তবে এটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা এটি উদ্ধার করেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, দুপুর আড়াইটার দিকে রেঞ্জ অফিসের অপর পাড়ে (উত্তর পাড়) প্রাইমারি স্কুলের সামনে শরণখোলা-বগী ভারাণী খালে একটি মৃত ডলফিন ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। পরে সেটি উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হয়।

তিনি জানান, ডলফিনটি শুশুক প্রজাতির। এর শরীরে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। বয়স প্রায় আড়াই বছর। কমপক্ষে তিন দিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ডলফিনটির নমুনা সংগ্রহ করে রেঞ্জ অফিস চত্বরে মাটিচাপা দেয়া হয়েছে।

সম্রাট/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ