
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৮:৪২ এএম
ফরিদপুরের সালথায় আ`লীগ -বিএনপি সংঘর্ষে বিএনপির নেতাকর্মী আহত ও তাদের বসতবাড়ি ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শুক্রবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে যান। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ান এবং গ্রামবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
প্রসঙ্গত, জমির মধ্যেদিয়ে চলাচল করা নিয়ে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে অন্তত ২০ ব্যক্তি আহত হয়। এসময় ভাংচুর করে কয়েকটি বসতবাড়ি। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে এই সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে।