
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৮:২১ পিএম
কুড়িগ্রামে কথিত সাংবাদিক আলমগীর হোসেনের বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও নাগেশ্বরীর প্রকৃত সাংবাদিকদের হেয় করার প্রতিবাদ ও তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী উপজেলার সাংবাদিকদের আয়োজনে শনিবার (২৯ মার্চ) বিকাল ৩টায় প্রেসক্লাব নাগেশ্বরীর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক রফিকুল ইসলামের সভাপতিত্বে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওমর ফারুক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এস সাগর, দৈনিক নিরপেক্ষ’র জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম খান জাহিদ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, নয়া দিগন্তের প্রতিনিধি খলিলুর রহমান, কালবেলার প্রতিনিধি আব্দুল মোমেন, একাত্তর বাংলা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রনজু, এশিয়ান টেলিভিশনের নাগেশ্বরী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, মাইটিভির প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, আমার দেশ’র প্রতিনিধি বাবুল জামান, জনকণ্ঠের প্রতিনিধি মিজানুর রহমান, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আবু বকর সিদ্দিক, চ্যানেল এস-এর প্রতিনিধি আব্দুস সালাম প্রমুখ। এছারাও আরও অর্ধশতাধিক সংবাদকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, কুড়িগ্রামের কথিত সাংবাদিক আলমগীর হোসেন দৈনিক বাংলাদেশ কণ্ঠ ও সোনালী খবর পত্রিকার নাম ব্যবহার করে নাগেশ্বরী উপজেলাসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, ইটভাটা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় গিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে চাঁদাবাজী করছে চাঁদার টাকা না দিলে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে এবং মিথ্যা ও বানোয়াট সংবাদের মাধ্যমে মানুষকে হয়রানী করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়