• ঢাকা বুধবার
    ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ডিসির পুকুরে মিলল সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৫:২৬ পিএম

ডিসির পুকুরে মিলল সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের পুরাতন ডিসি বাংলোর পাশের পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে সংসদ নির্বাচনের ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। পেপারগুলো পুকুরের মাটিতে পুঁতে রাখা ছিল।

শনিবার বেলা ১১টার দিকে এসব ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। নাটোর জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বস্তাভর্তি ব্যালট পেপার পুঁতে রাখার ঘটনার খবর পেয়ে পুরাতন ডিসি বাংলোতে আসি। সেখানে মাটি খুঁড়ে অন্তত ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার করি।

তিনি জানান, এই ব্যালট পেপারগুলো গত সংসদ (দ্বাদশ) নির্বাচনে ব্যবহৃত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ৬ মাস পর্যন্ত এই ব্যালট পেপারগুলো ট্রেজারিতে জমা থাকে। পরবর্তীতে কোনো মামলা মোকদ্দমা না হলে ব্যালটগুলো ধ্বংস করা বা অন্যত্র সরিয়ে ফেলা হয়। এরই অংশ হিসেবে ট্রেজারিতে পর্যাপ্ত জায়গা না থাকায় পুরাতন ডিসি বাংলোর পরিত্যক্ত ভবনে রাখা হয়। কিন্তু কে বা কারা এই ব্যালট বাক্সগুলো সেই গুদাম থেকে বের করে মাটি পুঁতে রেখেছে।

এর আগে ডিসি বাংলোর পাশের পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর সঙ্গে কোনো জোগসাজশ আছে কিনা- এমন প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি সঠিক জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী জানান, ডিসি ডাক বাংলোর পাশের তালাব পুকুর থেকে অস্ত্র উদ্ধারের জন্য পানি সেচ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার সকালে দুই ছেলে পুকুরটিতে বড়শি দিয়ে মাছ ধরছিল। হঠাৎ বড়শিটি পানির নিচে আটকে গেলে তাদের মধ্যে একজন ছুটাতে পানিতে নামে। এ সময় তারা দেখতে পায় একটি কম্বলের সঙ্গে বড়শি আটকে আছে। পরে কম্বলটি খুলে দেখা যায় ১টি এয়ারগান ও ১টি দোনলা বন্দুক। বিষয়টি নাটোর সদর থানা পুলিশকে জানালে পুলিশ এসে আলামতগুলো দেখে। পরে নাটোর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুরের পানিতে খুঁজতে গিয়ে আরও চারটি শর্টগান পাওয়া যায়। 

আর্কাইভ