• ঢাকা মঙ্গলবার
    ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, আপন ৩ ভাই নিহত

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ১১:৫৭ এএম

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, আপন ৩ ভাই নিহত

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত হয়েছেন। 

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, মো. শান্ত, এবং মো. নাদিম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে থাকা মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হন। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। 

এ দিকে দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ার তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

নিহতদের মামা জানান, তারা মোট চার ভাই ছিল এক ভাই ছোটবেলা পানিতে ডুবে মারা গেছে। এবং বাকি ছিল তিন ভাই তাও আজকে মারা গেল।  

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ওসি মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত তিন ভাইয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক রাজিব পরিবহনের বাসটিকে জব্দ করে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ