• ঢাকা সোমবার
    ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

কুড়িগ্রামে স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৫:৪৫ পিএম

কুড়িগ্রামে স্বাধীনতা দিবস উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি

৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে কুড়িগ্রামে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) সূর্য উদিত হওয়ার সাথে সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেস ক্লাব,  সামাজিক সংগঠন ও জেলার বিভিন্ন অধিদপ্তর স্বাধীনতা বিজয় স্তম্ভে ফুলেল শুভেচ্ছা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম পৌর অডিটরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাক মাহফুজার রহমান খন্দকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ অনেকে।

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া দিবসটি সফল ও যথাযোগ্য মর্যাদায় পালন করতে জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ