
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৫:৩৪ পিএম
যথাযথ সম্মান ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।
দিবসটি পালন উপলক্ষে জেলার নগরকান্দা ও সালথা উপজেলার শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নানা শ্রেণী পেশার মানুষ।
পরে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা সহ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে উপজেলা প্রশাসন।
এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বালী, সহকারী কমিশনার মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল সহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।