
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৪:১০ পিএম
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা জুবায়ের হোসেন, নাজমুল হুদা, সাঈদ, মুন্না সহ মদত দাতা রাহানের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের ভুক্তভোগী পরিবারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ৫ই আগস্টের পর থেকে রায়হান মেম্বারের নেতৃত্বে তিন দফায় আমাদের কাছে, ২০ হাজার, ৫০ হাজার ও ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাদার টাকা না দিতে পারায় তিনে মার্চ শামীম মোড়লের বসত বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
তারা আরো বলেন, রায়হান মেম্বারের নেতৃত্বে সাঈদ মোড়ল, জুবায়ের মোড়ল, নাজমুল মোড়ল আমাদের কাছে চাকা চায়। এই চাদার টাকা না দিতে পারায় আমাদের চারটি পরিবারে কে এই ২১ দিন বাড়িছাড়া করে রেখেছে, বিভিন্ন সময় মারধোর করেছে। আমরা এ সুষ্ঠু বিচার চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগ পরিবারের সদস্য শামীম বাবু, মোঃ সোহাগ গাজী, শাকিল গাজী, মাসুম বিল্লাহ, সানজিদা বেগম, ময়না খাতুন, নাজমা বেগম প্রমুখ।