• ঢাকা বুধবার
    ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে সৈয়দপুরে মসজিদভিত্তিক শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৭:৩৯ পিএম

বকেয়া বেতনের দাবিতে সৈয়দপুরে মসজিদভিত্তিক শিক্ষকদের মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বকেয়া বেতন ও বোনাস সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) দুপুরের দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করা হয়। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সৈয়দপুর শাখার ব্যানারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য বলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা কাজী ইব্রাহিম খলিল ও সৈয়দপুর শাখার সভাপতি হাফেজ মো. আব্দুর রহমান সহ অন্যান্যরা।

বক্তারা বলেন প্রায় শতভাগ মুসলিম দেশে কুরআন শিক্ষায় জড়িত শিক্ষকরা তিন মাস থেকে বেতন বোনাস বঞ্চিত। এতে করে এসব শিক্ষকের পরিবার মানবেতর জীবন যাপন করছেন। আসছে ঈদুল ফিতর উৎসব পালন করাও তাদের পক্ষে অনিশ্চিত হয়ে পড়েছে। বক্তারা ঈদের আগেই বকেয়া বেতন বোনাস   প্রদানের দাবি জানান। মানব বন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদ গিয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

আর্কাইভ