
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৪:৩১ পিএম
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. আকাশ মিয়া (৩০) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মজলিশপুর এলাকার মো. আনার মিয়ার ছেলে।
শনিবার, ২২ মার্চ রাত সাড়ে ১০টার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সিটি নিউজ কে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডারের পক্ষে মিডিয়া অফিসার (সিনিযর সহকারী পরিচালক।
গ্রেফতার আসামির নামে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।