• ঢাকা রবিবার
    ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ঝালকাঠিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাস করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৪:২৪ পিএম

ঝালকাঠিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাস করার দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

 ঝালকাঠিতে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) পাসসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক ও কেয়ারটেকাররা।

রবিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক ও কেয়ারটেকার ঐক্যপরিষদ। মানববন্ধনে বক্তব্য দেন, ফিল্ড অফিসার, মো. আব্দুল্লাহ আল হাদী, মাস্টার ট্রেইনার মো. শাহাবুদ্দিন, ফিল্ড সুপারভাইজার মো. শাহাবুদ্দিন, মো. আসাদুর রহমান মান্নাসহ আরো অনেকে।

বক্তরা বলেন, শিক্ষক-কর্মচারীর আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল, প্রকল্পের সকল জনবলকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা, কেয়ারটেকারদের সরকারি বেতন স্কেলে অন্তর্ভুক্ত, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করাসহ, ঈদের আগেই প্রকল্প অনুমোদন করে সকলের বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধ করতে হবে। মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মরকলিপি প্রদান করেন।

আর্কাইভ