• ঢাকা সোমবার
    ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

মানুষ চায় একটি সুষ্ঠ নির্বাচন নির্বাচিত সরকার: অধ্যাপক ডা. মো. শহিদুল আলম

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১০:৪৯ পিএম

মানুষ চায় একটি সুষ্ঠ নির্বাচন নির্বাচিত সরকার: অধ্যাপক ডা. মো. শহিদুল আলম

সাতক্ষীরা প্রতিনিধি

দেবহাটায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ "ড্যাব" এর সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব অধ্যাপক ডা. মো. শহিদুল আলম বলেছেন, এই স্থানে আমাদের ইফতার অনুষ্ঠানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। দীর্ঘ দিন পরেও হলেও আমরা আবারও মিলিত হতে পেরে শুকরিয়া জানাচ্ছি। এদেশের মানুষ বিগত ১৮ বছর যাবৎ দেশ নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের আহ্বানে দীর্ঘদিন সংগ্রাম করে চলেছে। বিএনপি এদেশের সকল গণতন্ত্রকামী মানুষ, গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে নিয়ে সংগ্রাম করেছে গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটের অধিকার ফিরিয়ে এনে, মানবাধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের মুক্তির জন্য। কিন্তু বিগত সরকার যে নিপীড়ন, নির্যাতন করেছিল তাতে আন্দোলন থেমে থাকেনি।

বিগত ৫ আগস্ট ছাত্র জনতার মাধ্যমে নতুন স্বাধীনতা এসেছে। আপনারা জানেন আমাদের দেশের স্বাধীনতা অনেকে চান না। এমনকি অনেক দেশও চাই আমরা পরাধীন হয়ে থাকি। আমাদের প্রতিবেশী দেশও চাই না আমরা সম্মানের সাথে এগিয়ে চলুক। দেশ স্বনির্ভর হোক। দেশের মাটি ও মানুষ ভাল থাকুক। তাই দেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি আরো বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান বীর জনতার গণঅভ্যুত্থানে, হাজারো শহীদের রক্তে রঞ্জিত রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না। বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকলে কোন বাধা কাজে আসবে না। দেশের মানুষ অপেক্ষায় আছে একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য। একটি নির্বাচিত সরকার গঠনের জন্য। আমরা চাই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আর একবার দেশের প্রধান মন্ত্রী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। ভবিষৎ প্রজন্ম যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে। সেই সাথে অতিদ্রুত বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক সেই দোয়া করি।

শনিবার ২২ মার্চ ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সখিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন বকুলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানা, বিএনপি নেতা ও দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-আহবায়ক রাজিব হোসেন, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক এ্যাডঃ আমিনুর ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক আরকে বাপ্পা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোনাজাত আলী গাজী, সদস্য সচিব শাফায়েত হোসেন বাচ্চু, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আবু তৈয়ব খান ও সহ-সভাপতি ইদ্রিস আলী, ইউপি সদস্য রবিউল ইসলাম, আবুল হোসেন, নজরুল ইসলাম, সখিপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ও উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সাজু পারভীন, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শতশত সাধারন মানুষ।

ইফতারের পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশের শান্তি ও কল্যান কামনা করে মোনাজাত করা হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ