
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৭:২৬ পিএম
বাঁশ কাটতে বলায় পাবনার সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি পাইকরহাটি গ্রামের তায়জল শেখের ছেলে আব্দুল মালেক (৫০)। অভিযুক্ত তার ছেলে মানিক (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাবা মালেক মাঠে কৃষি কাজে বের হবার সময় ছেলে মানিককে কুড়াল নিয়ে বাঁশ কাটতে যেতে বলেন। কিন্তু ছেলে যেতে না চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে মানিক তার হাতের কুড়াল দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা মালেক মারা যান।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।