• ঢাকা সোমবার
    ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

মোংলায় জাহাজে চুরির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৭:০৮ পিএম

মোংলায় জাহাজে চুরির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

বাগেরহাট প্রতিনিধি

মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।  

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভদ্রা নদীর সুন্দরবন বন বিভাগের অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে নয় পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  

শনিবার (২২ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক পাঁচজন হলেন, মোংলার মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০) এবং কয়রা উপজেলার মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। আটকদের বিরুদ্ধে পূর্বে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা এসব মামলার এজহারভুক্ত পলাতক আসামি। শনিবার (২২ মার্চ সকালে জব্দ মালামালসহ আটকদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ