
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৯:৫১ পিএম
পটুয়াখালীর বাউফলের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১৯শিক্ষার্থী এইচএসসি বাছাই (টেস্ট) পরীক্ষায় তিনটি বা তার বেশি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে, এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে কয়েকজন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অহিদুজ্জামান সুপন।
ওই কলেজের ১৩৯ শিক্ষার্থী এইচএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে ১৯জন বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তিন বা তার অধিক বিষয় ওই শিক্ষার্থীরা ৩৩ নম্বরের চেয়ে কম পেয়েছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ অহিদুজ্জামান সুপন জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, গভর্নিং বডি, শিক্ষক ও অভিভাবক সকলের সম্মতিতে তিন বা তার অধিক বিষয়ে পাশ করতে না পারা শিক্ষার্থীদের ব্যাপারে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, পরীক্ষায় পাশের হার বাড়ানো, প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে অকৃতকার্য শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে তারা নানা চেষ্টা করছেন এবং বিভিন্ন তদবির করিয়েছেন। ব্যর্থ হয়ে এখন কয়েকজন আত্মহত্যার হুমকি দিচ্ছেন। তাদের অভিভাবকদের বিষয়টি সম্পর্কে শিক্ষকরা বিস্তারিত বুঝিয়ে বলেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও কলেজের গভর্নিং বডির সভাপতি মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, টেস্ট পরীক্ষায় চার পেপারে ফেল করেও বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ায় কলেজ কর্তৃপক্ষকে আত্মহত্যার হুমকি দেয়া অযৌক্তিক। কলেজ কর্তৃপক্ষ তাদেরকে ভাল করে পড়াশুনা করে আগামী বছর বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে নির্দেশনা প্রদান করেছে। কর্তৃপক্ষ সবসময়ই শিক্ষার্থীদের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা পোষণ করে।
যদি পিছন থেকে কেউ কোমলমতি শিক্ষার্থীদের এরকম হুমকি দেয়ার ইন্ধন দিয়ে থাকেন, তারা আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে বিবেচিত হয় বলেও মন্তব্য করেন তিনি।