• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ধানক্ষেত থেকে মেছোবাঘ উদ্ধার

প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৪:২৪ পিএম

ধানক্ষেত থেকে মেছোবাঘ উদ্ধার

দেশজুড়ে ডেস্ক

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার নাথ বাড়ির পাশে একটি ধানক্ষেতে বাঘটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সেখানে পৌঁছে আহত অবস্থায় বাঘটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, স্থানীয়রা ফোন করে জানালে আমি সেখান থেকে আহত অবস্থায় মেছোবাঘটি উদ্ধার করি। পরে এটিকে প্রাথমিক চিকিৎসা দিই।

তিনি জানান, বাঘটি মারাত্মক আঘাতপ্রাপ্ত। বন বিভাগকে বিষয়টি অবহিত করেছি। বাঘটির কোমরে কেউ লাঠি দিয়ে আঘাত করেছে অথবা সড়ক দুর্ঘটনা হতে পারে বলে তিনি জানান।

ইফাত/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ