• ঢাকা মঙ্গলবার
    ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

পটুয়াখালীতে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০১:২৬ পিএম

পটুয়াখালীতে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির উদ্দিন খোকনের বিরুদ্ধে। পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় (১৭ মার্চ) রাত নয়টায় দুমকি থানায় ভুক্তভোগী নিজে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শিক্ষক বশির উদ্দিন খোকন পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে।

জানাগেছে, গত ১৫ মার্চ শনিবার দুপুরে পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে ভুক্তভোগীর বাসায় সুদের পাওনা টাকা চাইতে যান শিক্ষক বশির উদ্দিন খোকন। স্বামী বাড়িতে নাই বলে জানান গৃহবধূ এবং তার স্বামী বাসায় আসলে টাকার ব্যাপারে তাকে জানাবেন বলেন। এদিকে স্বামী বাসায় নাই জেনে গৃহবধূর কাছে প্রথমে পানি চান এবং পানি খাওয়া হলে গৃহবধূর হাত ধরে টানাটানি শুরু করেন শিক্ষক বশির উদ্দিন খোকন। পরে গৃহবধূর ডাকচিৎকারে স্থানীয় লোকজন আসে। এসময় বাসার সামনের দরজা খুলে তাৎক্ষণিক পালিয়ে যান বশির উদ্দিন খোকন। পরে সেদিনই শিক্ষক বশির উদ্দিন খোকনের বউ নেহারকে পুরো বিষয়টি জানান শ্লীলতাহানির স্বীকার গৃহবধূর স্বামী। আর তাতেই উল্টো হুমকি দেন নেহার। এছাড়া সোমবার দুপুরে প্রতিবেদককে ফোন দিয়ে শ্লীলতাহানির স্বীকার ভুক্তভোগী গৃহবধূ জানান, তাকে ও তার স্বামীকে আপাতত কয়েকদিনের জন্য এলাকা ছেড়ে ঢাকা যেতে বলেন শিক্ষক বশির উদ্দিন খোকন। আর যাওয়ার জন্য তাদের ৫ হাজার টাকাও দিতে চান তিনি।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী জানান, শিক্ষক বশির উদ্দিন খোকনের থেকে ৩০ হাজার টাকা সুদে নিয়েছি এবং মাসে তার সুদও দিচ্ছি। কিন্তুু তাই বলে আমার স্ত্রীর সাথে খারাপ কিছু করতে চাইবে। আমি এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে শিক্ষক বশির উদ্দিন খোকন বলেন, আমি তাদের বাসায় গিয়েছি শুধু পাওনা টাকা চাইতে। কিন্তুু তাছাড়া আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ