• ঢাকা সোমবার
    ১৭ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

লালমনিরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় ৫৫ বছরের বৃদ্ধকে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১০:২৫ পিএম

লালমনিরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় ৫৫ বছরের বৃদ্ধকে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে ধর্ষণ চেষ্টায় মেহের আলী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ৮টার দিকে গোকুন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কাশিনাথ ঝাড় গ্রামে সকাল ৭.৫০ মিনিটে ৮ বছর এর শিশু মেয়ের সাথে ঘটনাটি ঘটে। ধর্ষণ চেষ্টাকারি মেহে‌র আলীকে (৫৫) ঘটনাস্থল থেকে আলামত সহ আটক করেছে পুলিশ। আটককৃত মেয়ের আলী ওই গ্রামের মৃত  বছির উদ্দিনের ছেলে।

মেহের আলীকে আটক করেছেন পুলিশের সাব-ইনস্পেক্ট রওশন আলী। তিনি স্থানীয়দের বরাতে বলেন, ওই মেয়ের বাবার সাথে মেহের আলী কাজ করেন। মেয়েটিকে একা পেয়ে মেহের আলী আলু ক্ষেতে আলু কুড়ানোর কথা বলে মাঠে নিয়ে যায়। মেয়েটির প্যান খোলা সহ তামাক ক্ষেতে নিয়ে অসৎ উদ্যেশ্যে বাস্তবায়নের চেষ্টা করে।

সদর থানার ওসি নুরনবী বাংলাট্রিবিউনকে সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ চেষ্টার আসামিকে আটক করা হয়েছে।মেয়েটিকে আমরা হেফাজতে নিয়েছি। কিছুক্ষণ পরে মেয়েটিকে জবানবন্দির জন্য ম্যাজিট্রেটের কাছে নিবো।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ