
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৪:৫০ পিএম
সারাদেশে অব্যাহত ধর্ষণ নারী নিপীড়ন ও বিচার বিভাগের অভাবে ব্যবস্থাপনার বিরুদ্ধে ফরিদপুরের ছাত্র জনতার বিক্ষোভ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টার সময় শহরের প্রেসক্লাব থেকে ছাত্র জনতার এই পদযাত্রা শুরু হয়। সেটির জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুরে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দরা।
এর আগে সকাল দশটার দিকে সচেতন নাগরিক কমিটি (সনাকের) ব্যানারে `নারী ও শিশুর প্রতি সহিংসতা, বন্ধ করুন -এখনই` স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।
এই কর্মসূচিতে শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন অধ্যাপিকা শিপ্রা রায়, মাহবুবুর রহমান, এডভোকেট শিপ্রা গোস্বামী প্রমুখ।