
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৪:৪৫ পিএম
পাবনার চাটমোহরে কুদ্দুস মোল্লা নামে এক কৃষকের ২২ শতাংশ জমির মসুর ও ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাটমোহর পৌর সদরের নারিকেলপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক কুদ্দুস মোল্লার অভিযোগ, ‘কয়েক মাস আগে তিনি জমিতে মসুর কালাই ও ভুট্টার আবাদ করেছিলেন। ফসল প্রায় প্রস্তুত হওয়ার পর্যায়ে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাসিন্দা শাজাহান আলী তার ক্ষেতের ফসল কেটে ফেলেছেন। এতে তার ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।’
কুদ্দুস মোল্লা আরও বলেন, ‘খবর পেয়ে জমিতে গিয়ে মশুর কালাই এর চারা গাছগুলো কাটতে বাধা দিলে শাজাহান আলীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি প্রাণে মেরে ফেলার হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান। সেইসঙ্গে কুদ্দুস মোল্লাকে তার সম্পত্তির উপর থেকে তাড়িয়ে দেন।’
এ বিষয়ে অভিযুক্ত শাজাহান আলীর সাথে শনিবার (১৬ মার্চ) সকালে মোবাইল ফোনে ও তার বাসায় গিয়ে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘দুই পক্ষই আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিল। আমি তাদের মামলা করতে বলেছি। তবে পরে কেউ আর মামলা করেনি। মামলা করলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওযা হবে।’