
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৮:১৫ পিএম
মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নে বহিরাগতদের দখলদারিত্ব নিয়ে ১৫ মার্চ শনিবার সকাল ১০ টায় শ্রমিকদের দুই পক্ষ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এঘটনায় মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেন বলেন, গত বৃহস্পতিবার থেকে শুনছি কিছু নবাগত সদস্যরা যারা পূর্ণাঙ্গ সদস্য এখন পর্যন্ত হয় নাই। তারা ইউনিয়নে নেতৃত্ব দেয়ার জন্য জেডিএল থেকে এডহক কমিটির নিয়ে এসে কাজ পরিচালনা করতে এসেছে।
মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নে সাধারণ শ্রমিকেরা বলেন যেই আমাদের নেতা হবে নির্বাচনী প্রক্রিয়ায় হবে।
এ ঘটনা তিনি আরো বলেন, শ্রম অধিদপ্তরের নীতি অনুযায়ী নির্বাচন দেয়া হবে। রমজান শেষে ঈদের পরে সাধারণ সভায় নির্বাচনের সময় সূচি নির্ধারণ হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম কাজী, সহ সাধারণ সম্পাদক আবু জাফর, মো. মজিদ খা, মো. সাদেক, মো. মালেক, এ সময় আরো উপস্থিত ছিলেন সরদার মোতালেব, সালাম, ফিরোজ, হাছান।
অন্যদিকে মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের এডহক কমিটির আহবায়ক মাসুদ কবির বলেন, এখানে কেউ বহিরাগত নয়। নির্বাচন না দিয়ে দখলদারিত্ব অভিযোগ তুলেছে অন্য পক্ষের শ্রমিক নেতারা।
ইউনিয়নের ২৮৫ নং সদস্য সরদার শফিকুল আমিন (লাবলু) বলেন, মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন সাধারণ সদস্য শ্রমিকদের উপস্থিতিতে ১৫ মার্চ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি এবং ০৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ মানিকতলা মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নে একটি পরিচিতি সভা করতে গেলে। শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে।
শ্রমিক নেতা আল মামুন বলেন, মানিকতলা মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের এডহক কমিটিতে আহবায়ক আল মামুন, যুগ্ম আহবায়ক মাসুদ কবির, সদস্য সরদার শফিকুল আমিন (লাবলু), সদস্য মো. শফিকুল ইসলাম (বাবলু), সদস্য মো. সোহাগ খাঁন।
০৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটিতে চেয়ারম্যান সাবেক সভাপতি কাজী নেহিবুল হাসান (নেহিম), সদস্য সচিব ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন, ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ মাঈনুল ইসলাম।