
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৮:০০ পিএম
বিএনপি`র ফরিদপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের নামে দেশে কোনভাবেই নির্বাচনকে বিলম্বিত করা চলবে না, আর এটা আমরা হতেও দেব না।
তিনি বলেন, কেউ কেউ বলছেন দেশে একটি গণপরিষদ হবে, গণপরিষদ করার দায়িত্ব কে দিয়েছে তাদের।
শনিবার দুপুরে শহরের অম্বিকা হলে বর্ধিত সভায় ফরিদপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলামের সভাপতিতে ড. রিপন আরো বলেন, সংস্করের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই, দেশি বিদেশি নানান ষড়যন্ত্র চলছে, অনির্বাচিত সরকার এদেশে মাথা গোজার চেষ্টা করছে, সেটা বিএনপি করতে দেবে না এদেশে।
আমরা বলব সংস্কার বা গণপরিষদের নামে কোন কালক্ষেপন না করে যত দ্রুত সম্ভব এদেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন।
বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, বিএনপি নেত্রী হেলেন জেরিন খান প্রমুখ।