• ঢাকা শনিবার
    ১৫ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

রোহিঙ্গারা দেশে ফিরতে চায়, নিরাপদ প্রত্যাবাসন সংকটের প্রাথমিক সমাধান: জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৮:০৩ পিএম

রোহিঙ্গারা দেশে ফিরতে চায়, নিরাপদ প্রত্যাবাসন সংকটের প্রাথমিক সমাধান: জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে দেশে ফেরানোই এই সংকটের প্রাথমিক সমাধান বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে ফিরে যেতে চায়।

আজ শুক্রবার (১৪ মার্চ) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জাতিসংঘ মহাসচিব এ মন্তব্য করেন।

আন্তোনিও গুতেরেস মিয়ানমারের সব পক্ষের প্রতি স্পষ্ট বার্তায় বলেন, সর্বোচ্চ সংযম অবলম্বন করুন, আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে বেসামরিক নাগরিকদের সুরক্ষার অগ্রাধিকার দিন এবং সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতার উসকানি রোধ করুন। যা গণতন্ত্রের শিকড় গড়ে তোলার পথ প্রশস্ত করবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছি। প্রথমত, আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে এবং রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে কোনো ধরনের বৈষম্যের শিকার তারা যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, দ্বিতীয়ত, রোহিঙ্গারা আরও ভালো পরিবেশ চায় ক্যাম্পে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। এই কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবারের রেশন কমাতে হয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। যত দেশ সম্ভব আমি কথা বলবো, যাতে ফান্ড পাওয়া যায় এবং এর থেকে আরও খারাপ পরিস্থিতি না আসে।

আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাবে, এমনটি প্রত্যাশা করেন না বলে বক্তব্যে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ