• ঢাকা শনিবার
    ১৫ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

লাখো রোহিঙ্গার সাথে ইফতার করলেন ইউনূস ও গুতেরেস

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৭:৫৭ পিএম

লাখো রোহিঙ্গার সাথে ইফতার করলেন ইউনূস ও গুতেরেস

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে রোহিঙ্গা জনগোষ্ঠীর ১ লাখ মানুষের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ) এই ইফতার পার্টির আয়োজন করা হয়।

এর আগে, দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শোনেন, বলেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরে বিকেলে ড. মুহাম্মদ ইউনূসও রোহিঙ্গা ক্যাম্পে যান এবং ইফতারে যোগ দেন। ইফতার শেষে তারা শরণার্থী ক্যাম্প ত্যাগ করেন এবং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেসকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট আজ দুপুর ১২টা ৪৮ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম। বিমানবন্দর থেকে রোহিঙ্গা ক্যাম্পে যান আন্তোনিও গুতেরেস।

এদিকে, সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন করেন এবং খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। তারপর তিনিও যান রোহিঙ্গা ক্যাম্পে।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সফরে গতকাল বৃহস্পতিবার ঢাকায় আসেন আন্তোনিও গুতেরেস। আগামী রোববার সকালে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ