• ঢাকা শুক্রবার
    ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

লালমনিরহাটে সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১১:০৬ পিএম

লালমনিরহাটে সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি, অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়ন, হত্যা, সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রমাণিত দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বৃহস্পতিবার সকালে লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে লালমনিরহাটের ২১টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‍‍`সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম‍‍`।

ঘন্টা ব্যাপী এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সভাপতি দীপক মন্ডল, সাধারণ সম্পাদক সূফী মোহাম্মদ, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক এন এইচ আশিক, দপ্তর সম্পাদক  রিয়াজুল হক সরকার, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক শাহানূর ইসলাম, অনুষ্ঠান বিষয়ক সহ-সম্পাদক শিব সুন্দর, কার্যকরী সদস্য মুনিম হোসেন খন্দকার, শাহজাহান আলী, কাজলী বেগম, রফিক  ইসলাম রফিক ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন দেশে অব্যহত নারী নির্যাতন প্রতিরোধে সরকার চরমভাবেই ব্যর্থ। অবিলম্বে মাগুরায় শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। এ সময় ঢাকায় ধর্ষণ বিরোধী মিছিলে পুলিশের হামলার ও তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ