
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৭:১৩ পিএম
সারা দেশের ন্যায় পঞ্চগড়েও আগামী শনিবার (১৫ মার্চ) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।
এদিন জেলার পাঁচ উপজেলা ও একটি পৌরসভার এক লাখ ৬১ হাজার ১৫২ জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৮ হাজার ৪৩০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৪২ হাজার ৭২২ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলার এক হাজার ৭৬টি কেন্দ্রে স্বাস্থ্য সহকারী ও দুইজন সেচ্ছাসেবকের মাধ্যেমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। স্বাস্থ্য ও পবিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা বিভাগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করবে।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি আরো জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে পঞ্চগড় সদর উপজেলায় ৩৬ হাজার ৫০০ জনকে ২৪০ টি কেন্দ্রে ৪৮০ জন সেচ্ছাসেবকের মাধ্যেকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী চার হাজার ৫০০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৩২ হাজার জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
বোদা উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩৯ হাজার ৪০০ জনকে ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন সেচ্ছাসেবকের মাধ্যেমে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী চার হাজার ৪০০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৩৫ হাজার জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
আটোয়ারী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ১৮ হাজার ২৭২ জনকে ১৪৫ টি কেন্দ্রে ২৯০ জন সেচ্ছাসেবকের মাধেমে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী এক হাজার ৮৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১৬ হাজার ৪২২ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
তেতুঁলিয়া উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ২২ হাজার ৩০০ জনকে ১৭৯টি কেন্দ্রে ৩৩৮জন সেচ্ছাসেবকের মাধ্যেমে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী দুই হাজার ৫০০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১৯ হাজার ৮০০ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
দেবীগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩৬ হাজার ৯০০ জনকে ২৪১টি কেন্দ্রে ২৮২ জন সেচ্ছাসেবকের মাধ্যেমে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী চার হাজার ৪০০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৩২ হাজার ৫০০ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
পঞ্চগড় পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৭ হাজার ৭৮০ জনকে ৪০টি কেন্দ্রে ৮০ জন সেচ্ছাসেবকের মাধ্যেমে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৭৮০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৭ হাজার জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কোন গুজব যেন সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে না পড়ে সেজন্য গণমাধ্যেমকর্মীদের সহায়তা কামণা করে বলেন, প্রতিবছর সফলতার সাথে ক্যাম্পেইনটি সম্পন্ন করা হয়। ভিটামিন এ প্লাস ক্যাপসুল গ্রহণ করে কোন শিশুর কোন পাশ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। কিন্তু তার শারিরীক অন্য কারণে স্বাস্থ্য খারাপ করলে বিভ্রান্তি ছড়ানো হয়। এবিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।