• ঢাকা শুক্রবার
    ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পঞ্চগড়ে এক লাখ ৬১ হাজার ১৫২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৭:১৩ পিএম

পঞ্চগড়ে এক লাখ ৬১ হাজার ১৫২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

পঞ্চগড় প্রতিনিধি

সারা দেশের ন্যায় পঞ্চগড়েও আগামী শনিবার (১৫ মার্চ) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।

এদিন জেলার পাঁচ উপজেলা ও একটি পৌরসভার এক লাখ ৬১ হাজার ১৫২ জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৮ হাজার ৪৩০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৪২ হাজার ৭২২ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলার এক হাজার ৭৬টি কেন্দ্রে স্বাস্থ্য সহকারী ও দুইজন সেচ্ছাসেবকের মাধ্যেমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। স্বাস্থ্য ও পবিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা বিভাগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করবে।

বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি আরো জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে পঞ্চগড় সদর উপজেলায় ৩৬ হাজার ৫০০ জনকে ২৪০ টি কেন্দ্রে ৪৮০ জন সেচ্ছাসেবকের মাধ্যেকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী চার হাজার ৫০০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৩২ হাজার জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

বোদা উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩৯ হাজার ৪০০ জনকে ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন সেচ্ছাসেবকের মাধ্যেমে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী চার হাজার ৪০০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৩৫ হাজার জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

আটোয়ারী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ১৮ হাজার ২৭২ জনকে ১৪৫ টি কেন্দ্রে ২৯০ জন সেচ্ছাসেবকের মাধেমে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী এক হাজার ৮৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১৬ হাজার ৪২২ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

তেতুঁলিয়া উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ২২ হাজার ৩০০ জনকে ১৭৯টি কেন্দ্রে ৩৩৮জন সেচ্ছাসেবকের মাধ্যেমে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী দুই হাজার ৫০০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১৯ হাজার ৮০০ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

দেবীগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩৬ হাজার ৯০০ জনকে ২৪১টি কেন্দ্রে ২৮২ জন সেচ্ছাসেবকের মাধ্যেমে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী চার হাজার ৪০০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৩২ হাজার ৫০০ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

পঞ্চগড় পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৭ হাজার ৭৮০ জনকে ৪০টি কেন্দ্রে ৮০ জন সেচ্ছাসেবকের মাধ্যেমে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৭৮০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৭ হাজার জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কোন গুজব যেন সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে না পড়ে সেজন্য গণমাধ্যেমকর্মীদের সহায়তা কামণা করে বলেন, প্রতিবছর সফলতার সাথে ক্যাম্পেইনটি সম্পন্ন করা হয়। ভিটামিন এ প্লাস ক্যাপসুল গ্রহণ করে কোন শিশুর কোন পাশ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। কিন্তু তার শারিরীক অন্য কারণে স্বাস্থ্য খারাপ করলে বিভ্রান্তি ছড়ানো হয়। এবিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ