
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৬:৫৩ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চরশামুকখোলা গ্রামে শিশু শাহাদাত মোল্যার (৪)মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর সৎদাদী রাবেয়া বেগমকে (৬০)আটক করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) বিকেলে নিখোঁজের পর সন্ধ্যায় বাড়ির পেছনের পুকুর পাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও প্রতিবেশিরা জানান, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ইব্রাহিম মোল্যা মরিয়ম বেগম নামে এক নারীকে বিয়ে করেন। মরিয়মেরও আগে স্বামী সংসার ছিল। ইব্রাহিম মোল্যার সঙ্গে বিয়ের পর মরিয়মের সেইঘরের শিশু সন্তান শাহাদাত তাদের সঙ্গেই থাকত। এরই মধ্যে মরিয়মের শাশুড়ি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা ঘর থেকে হারিয়ে যায়। এ ঘটনায় মরিয়মের সঙ্গে শাশুড়ির ঝগড়া হয়। এরপর বুধবার (১২ মার্চ) বিকেলে শাহাদাত হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়। বাড়ির আশেপাশে খোঁজখবর না পেয়ে গ্রামের মসজিদের মাইকে সন্ধ্যায় শাহাদাতের নিখোঁজের ঘোষণা দেয়া হয়।
মাইকের ঘোষণা শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানান, বুধবার বিকেলে বাড়ির পাশের পুকুর পাড়ে শাহাদাত ও তার দাদীকে ঘুরতে দেখেছেন। পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে মাটিতে পুঁতে রাখা শাহাদাতের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শাহাদাতের সৎদাদী রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য শাহাদাতের সৎদাদী রাবেয়াকে আটক করা হয়েছে।