• ঢাকা বৃহস্পতিবার
    ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

লালমনিরহাটে মাগুরায় আছিয়া ধর্ষণের প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১০:৫২ পিএম

লালমনিরহাটে মাগুরায় আছিয়া ধর্ষণের প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি

মাগুরায় তৃতীয় শ্রেণীর ছাত্রী আছিয়াকে ধর্ষণ কান্ডের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল তিনটায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী মহিলা দলের লালমনিরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজীর সভাপতিত্তে এতে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দল লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, সিনিয়র সহ-সভাপতি শামসি রহমান নুপুর, যুগ্ম সাধারণ সম্পাদক সুরভী আনিস, সদর মহিলা দলের সদস্য সচিব নীলিমা রায় প্রমুখ।

ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে বৃদ্ধ নারী পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে।  নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ