• ঢাকা বুধবার
    ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ফরিদপুরে ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৩:০১ পিএম

ফরিদপুরে ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় দুলাল শেখ (৩৫) নামে আস্তঃজেলা ডাকাত দলের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২মার্চ) বেলা ১১ টায় উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুলাল ওই ইউনিয়নের কাজীর বল্লভদি গ্রামের শহিদ শেখের ছেলে।

বুধবার ( ১২ মার্চ) দুপুরে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য দুলাল শেখকে আটক করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতীর মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ