• ঢাকা বুধবার
    ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নীলফামারীতে ইটভাটা ভাঙ্গার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১০:৩২ পিএম

নীলফামারীতে ইটভাটা ভাঙ্গার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ইটভাটা ভাঙ্গার প্রতিবাদে মালিকরা শ্রমিক সমাবেশে করেছেন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নীলফামারীতে মালিক ও হাজার হাজার শ্রমিকের সমাবেশে অনুষ্ঠিত হয়।  জেলা শহরের ডিসি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফজলার রহমান।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক, ভাটা মালিক জোবায়ের আহমেদ, আহসান হাবিব প্রমুখ।

কর্মসুচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও পিপি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী।

শ্রমিক প্রতিনিধি গোলাম কুদ্দুস আইয়ুব বলেন, ‘পরিবেশ দুষণ হচ্ছে এমন অভিযোগে ভাটাগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। শুধু কি ইট ভাটায় পরিবেশ দুষণ হচ্ছে এমনটি নয়। শিল্প কলকারখানার বর্জ্য ও যানবাহন পরিবেশ দুষণ করলেও সেদিকে সরকারের খেয়াল নেই। সারাদেশে লাখ, লাখ মানুষ (শ্রমিক) ইট ভাটায় কাজ করে পরিবার পরিজন নিয়ে জীবীকা নির্বাহ করেন। দুঃখ হলেও সত্য যে, এই রমজানে ইটভাটা ভাঙ্গা হচ্ছে। সামনে ঈদ। কিভাবে পরিবারগুলো চলবে। ঈদই বা কিভাবে করবে। মানবিক দৃষ্টিকোন থেকে বিষয়টি দেখার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’

পরে প্রধান উপদেষ্টা বরাবরা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। এসময় স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন।
উল্লেখ্য, নীলফামারী জেলায় মোট ভাটা রয়েছে ৪৪টি। বর্তমানে সবকটি বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

আর্কাইভ