• ঢাকা বুধবার
    ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আমিন বাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১০:৫২ এএম

আমিন বাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

সিটি নিউজ ডেস্ক

সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ৯টি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার লিমা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯ ইউনিটের প্রচেষ্টায় মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে তা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানাতে পারেননি।

এর আগে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ