• ঢাকা সোমবার
    ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৬:২৯ পিএম

সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।  

সোমবার (১০ মার্চ) দুপুরে নীলফামারী সরকারি কলেজে ছাত্রদল সরকারি কলেজ শাখার উদ্যোগে এই কর্মসুচি পালন করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম নিশান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল ও সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ এবং ছাত্রদল কলেজ শাখার যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সৈকত ও রইসুল ইসলাম রানা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।

এছাড়া সারাদেশে নারী ও শিশু শ্লীলতাহানী, হয়রানী বৃদ্ধি এবং মাগুড়ায় আছিয়া ধর্ষণকান্ডের প্রতিবাদে সকল ধর্ষক ও তার সহযোগীদের প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয় নীলফামারীতে। সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে এনসিপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এই কর্মসুচিতে বিভিন্ন জন অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ