• ঢাকা সোমবার
    ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

"দেশে ছিনতাই ও ধর্ষনের বিরুদ্ধে‍‍" ফরিদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০২:৪৪ পিএম

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশে ছিনতাই ও ধর্ষনের বিরুদ্ধে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে ক্লাবের সামনে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সম্প্রতি ফরিদপুর ও মাগুরায় শিশু ধর্ষনসহ বিভিন্ন জেলা এই সকল অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  শিক্ষার্থী  নিরব হাসান শান্ত, সানজিদা রহমান সমতা, কাশফিয়া ইকবাল ফারি, আশরাফুল তাসিম।  

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, বিচারহীনতার কালো অধ্যায় শেষ করতে হবে, নারীর প্রতি সহিংসতা মানে সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ - এমন নানা দাবি ও স্লোগান কে সমানে রেখে মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।

আর্কাইভ