• ঢাকা সোমবার
    ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

কেরাণীগঞ্জে ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০২:১৪ পিএম

কেরাণীগঞ্জে ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের পানগাও ঋষিপাড়া এলাকায় ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩/৪ জন জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এক নারী কনস্টেবল। পরে স্বাস্থ্য পরীক্ষায় দেখা যায় ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। এই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পুলিশ। জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মোশাররফ হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন– আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।

জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মোশাররফ হোসেন মিয়া আরও জানান, এজাহার নাম থাকা আসামিরা থাকা–খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ওই নারীকে পানগাও ঋষিপাড়ার নয়াবাড়ীর একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত সেখানে ৩ থেকে চারজন ব্যক্তি ওই নারীকে ধর্ষণ করে। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, আজ রোববার বেলা ১১টার দিকে ওই নারীকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পুলিশ। পরে জরুরি বিভাগের চিকিৎসক ওই নারীকে হাসপাতালে ভর্তি করায়। 

আর্কাইভ