• ঢাকা বৃহস্পতিবার
    ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

লালমনিরহাটে জুম্মার নামাযে হাসাহাসির তুচ্ছ ঘটনার সংঘর্ষে আহত ৫, নিহতের গুজবে বাড়ি ভাংচুর

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১২:৩৯ পিএম

লালমনিরহাটে জুম্মার নামাযে হাসাহাসির তুচ্ছ ঘটনার সংঘর্ষে আহত ৫, নিহতের গুজবে বাড়ি ভাংচুর

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটা সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এসময় মৃত্যুর গুজবে ভাংচুর করা হয় দুটি বাড়ি। এদের মধ্যে আহত সালাম (৪০) ও ছেলে সেজান (২২) এবং রোহান (২০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সেজানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

৭ মার্চ শুক্রবার রাত নয়টার দিকে শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকায় ওই সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। পরে সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে আরো ৫-৬ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করা হয়।

আটককৃতরা হলেন ঐ এলাকার সফিকুলের চার ছেলে জিয়া (২১), শাহিন (২৭), সজীব (২৫), ও সৈকত (২০)।

এলাকাবাসীরা জানান, ৭ মার্চ “শুক্রবার” জুম্মার সময় সালামের ছেলে সেজান এবং তার বন্ধু রোহান তারা সফিকুলের ছেলে শাহিনকে দেখে হাসি দেয়। তখন শাহিন ও সেজানের মধ্যে বাগবিতণ্ডার পরে সংঘর্ষ হয়। সে সময় মুসল্লিরা তাদেরকে শান্ত করে সন্ধ্যায় এ বিষয়ে মীমাংসার কথা বলে আশ্বস্ত করেন। পরে সন্ধ্যায় পূর্বের ঘটনার জের ধরে সফিকুল তার ছেলে শাহিন, বন্ধু আলামিনসহ ৭ - ৮ জন ব্যক্তি মিলে এক‌ই এলাকার অটো চালক সালাম ও তার ছেলে সেজান এবং বন্ধু রোহানের উপর ছুরি দিয়ে আঘাত করে। ছাড়াতে চেষ্টা করলে ওই সময় বিলকিস ও সালামের বোন‌ও  আঘাত পান। পরে স্থানীয়রা আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদের ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ জনকে আটক করে থানায় পাঠিয়ে দেন। এসময় গুরুতর আহত সেজান মারা গেছেন এই গুজব খবরে স্থানীয়রা ক্ষোভের বসে শাহিন ও আলামিনের বাসায় ভাঙচুর চালালে সদর থানার ওসি নুরুনবী‍‍`র সাহসী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে রাতে সেনবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীদের সাথে কথা বলে চলে যান তারা।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুনবী জানান, জুম্মার নামাজের সময় হাসাহাসির একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র সিনিয়র কিশোরদের মধ্যে বাগবিতণ্ডা হয় পরবর্তীতে তাদের মধ্যে সংঘর্ষ হলে গুরতর তিনজন আহত হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ