• ঢাকা শুক্রবার
    ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

কাউখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ১০:৫৩ পিএম

কাউখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ ভোর ৫টা ৩০ মিনিটে রাঙামাটি সদর জোনের কাউখালী সেনা ক্যাম্পের একটি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) এর সদস্যরা পালিয়ে যায়। পরে সেনা সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ, সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম, বাইনোকুলার, ওয়াকি-টকি সেট, কম্পিউটার হার্ডডিস্ক ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে।

পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গোটা এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছে। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর অপতৎপরতা রুখতে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

অভিযানের পর থেকেই ইউপিডিএফ (মূল) ও তাদের সমর্থকরা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিশু ও মহিলাদের সামনে এনে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে এবং উদ্ধারকৃত গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেওয়ার অপচেষ্টার ঘটনাও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

নাগরিকদের নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে ও সন্দেহজনক কোনো গতিবিধি দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক জানানোর আহ্বান জানানো হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ