• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ মার্চ, ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

পঞ্চগড়ে অবৈধ চারটি ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৮:০৭ পিএম

পঞ্চগড়ে অবৈধ চারটি ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন ও ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় চারটি অবৈধ ইটভাটা এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দিয়ে ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাটা গুলোর কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম ফুয়াদ।

এসময় বোদা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভাটার চুলায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়। এসময় অবৈধ চারটি ইট ভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন, ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।  অভিযানে বোদা উপজেলার বিভিন্ন এলাকার মেসার্স এস এ আর ব্রিকস,  মেসার্স এমএমএল ব্রিকস, মেসার্স এএবি ব্রিকস ও মেসার্স বিবি ব্রিকস নামে চারটি ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া সহ এক্সেভেটর  দ্বারা  ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এসময় পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন অভিযানে বোদা থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান। এই অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেয়া সহ ভাটার বেশ কিছু অংশ গুড়িয়ে দেয় হয়।

একই সাথে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে তারা যদি আবারো অবৈধ ভাবে কার্যক্রম শুরু করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ