
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৭:৫৭ পিএম
যশোর হত্যাকান্ড দিবসে উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুরের উদ্যোগে প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার দুপুরে (৬ মার্চ) ওই কর্মসূচি পালন করা হয় সংগঠনের সাহেবপাড়াস্থ কার্যালয়ের সামনে। শুরুতেই যশোর ট্রাজেডিতে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর বক্তব্য রাখেন উদীচী সৈয়দপুর শাখার সহ-সভাপতি ও উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য শেখ রোবায়তুর রহমান, উদীচী সৈয়দপুর শাখার সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু এবং সাধারণ সম্পাদক অপু বিশ্বাস। বক্তারা সেদিনের হত্যাকান্ডে তীব্র প্রতিবাদ জানান।
উদীচী সংশ্লিষ্টরা জানান, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে ছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলন। এই সম্মেলন চলাকালে শক্তিশালী দুটি বোমা হামলা চালানো হয়। বোমার আঘাতে শিল্পীসহ ১০ জন নিহত ও আড়াই শতাধিক নিরীহ মানুষ আহত হন।