
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৩:৫৬ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিয়ে দোকানে ঢুকে গেছে একটি বেপরোয়া ট্রাক। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে ভাঙ্গা সদর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, সকালে একটি ট্রাক ভাঙ্গা বাজারের প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই পানপট্টির মোড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। তারপর কিছুটা দূরে গিয়ে একটি দোকানের শার্টার ভেদ করে ভেতরে ঢুকে পড়ে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি মোটরসাইকেল, জুতা ও মুদি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালে বাজারে লোকজন কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি ব্রেকফেল করায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি উদ্ধার করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।
এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।