• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ মার্চ, ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ধামরাইয়ের সাবেক এমপি মালেক গ্রেফতার

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৩:০০ পিএম

ধামরাইয়ের সাবেক এমপি মালেক গ্রেফতার

সিটি নিউজ ডেস্ক

ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ মালেককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে রাজধানীর মিরপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) রিমান্ড আবেদন করে তাকে রাজধানী ঢাকায় আদালতে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির।

এম এ মালেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধামরাই ও আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এমএ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য।

সূত্র জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা ধামরাই ও আশুলিয়া থানায় একাধিক মামলা করেছেন। এমএ মালেক এমন ৪ মামলার আসামি।

উল্লেখ্য, এমএ মালেক ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন পরিষদের পরপর তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন তিনি। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বেনজীর আহমদের কাছে পরাজিত হন।

আর্কাইভ