
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৭:৪২ পিএম
ঝালকাঠি এলজিইডির হিসাবরক্ষক সাইফুল ইসলামের দূর্ণীতি, হয়রানী, উৎকোচ দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ঠিকাদারবৃন্দ।
বুধবার দুপুরে ঝালকাঠি এলজিইডি দপ্তরের সামনে স্থানীয় ঠিকাদারদেও ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, ঠিকাদার আরিফ হাওলাদার, সাদ্দম হোসেন, শফিকুল ইসলাম রানা, রুবেল খান ও মাসুম খলিফাসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ঝালকাঠি এলজিইডির হিসাবরক্ষক সাইফুল ইসলামের দূর্ণীতি, হয়রানি, উৎকোচ দাবি ও দুর্ব্যবহারে অতিষ্ঠ সাধারণ ঠিকাদারসহ অফিস কর্মচারিরাও। সাইফুল ইসলামকে গত ১০ ফেব্রুয়ারি রাজাপুর উপজেলায় বদলি করা হলেও তিনি সেখানে যোগদান না করে তার বদলির আদেশ স্থগিত করিয়েছেন। এই হিসাবরক্ষক পুঃনরায় ঝালকাঠি এলজিইডিতে যোগদান করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন ঠিকাদাররা।