• ঢাকা মঙ্গলবার
    ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য‌ ও‌ মালামালসহ ০৬ জন আটক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৮:০৬ পিএম

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য‌ ও‌ মালামালসহ ০৬ জন আটক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সীমান্তে অভিযান চালিয়ে গত এক মাসে ৩৭ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ ৬ জন চোরাকারবারীকে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ০১ ফেব্রুয়ারি ২০২৫ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত ২৮ দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক ০৬ জন চোরাকারবারী ও চোরাচালানী পণ্যবাহী ০১টি ইজিবাইক, ০৫টি মোটরসাইকেল এবং ০৬টি বাইসাইকেলসহ ৩৬ লক্ষ ৯৩ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত অবৈধ দ্রব্য আটক করে। এর মধ্যে ১৫ বিজিবি’র বনচৌকি, ঝাউরানী, বুড়িরহাট, লোহাকুচি, দূর্গাপুর, দিঘলটারী, মোগলহাট, গোড়কমন্ডল, বালারহাট, গংগারহাট,  কুলাঘাট বিশেষ ক্যাম্প, কাশিপুর, রমখানা, এবং অনন্তপুর সীমান্ত হতে ২৪ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের ৩৪৬৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১৫৩.৬ কেজি ভারতীয় গাঁজা, ২৩২৫ পিস ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট, ৪৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৫৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপসহ ০৫ জন আসামী আটক করা হয়েছে।

 এছাড়া শিমুলবাড়ী, কুলাঘাট ও বাগভান্ডার সীমান্ত হতে ৪ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ০৮টি ভারতীয় গরু, কাশিপুর, দৈখাওয়া, দিঘলটারী, মোগলহাট, অনন্তপুর এবং বাগভান্ডার সীমান্ত হতে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি, ২ লক্ষ ০৭ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরাসহ আরো ১ লক্ষ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করে। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি উক্ত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

আর্কাইভ