• ঢাকা মঙ্গলবার
    ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ডেভিল হান্ট : সৈয়দপুরে আরও দুই নেতা গ্রেফতার

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৩:৩৯ পিএম

ডেভিল হান্ট : সৈয়দপুরে আরও দুই নেতা গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি

চলমান ডেভিল হান্ট অভিযানে নীলফামারীর সৈয়দপুরে আরও ২ জন নেতা গ্রেফতার করা হয়েছে।  

গ্রেফতারকৃতরা হলেন, স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সাবেক উপ-ত্রাণ দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. রানা। তাকে সাহেবপাড়ায় নিজ বাসা থেকে এবং কামারপুকুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষক লীগের সাবেক সভাপতি খয়রাত হোসেন (বাহাদুর)। তাঁকে আইসঢাল কাছারীপাড়ার নিজ বাড়ি থেকে রোববার দিবাগত রাতে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ।

উভয়কে ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।  এর আগেও কয়েকজন আ‍‍`লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।  

আর্কাইভ