• ঢাকা শনিবার
    ০১ মার্চ, ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১
একুশের চ্যালেঞ্জার কাপে

রাঙ্গামাটির কৃতি সন্তান সুদর্শন চাকমা এবং রাজন চাকমার গোল্ড এবং ব্রোঞ্জ পদক অর্জন।

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৫:১৯ পিএম

রাঙ্গামাটির কৃতি সন্তান সুদর্শন চাকমা এবং রাজন চাকমার গোল্ড এবং ব্রোঞ্জ  পদক অর্জন।

রাঙামাটি প্রতিনিধি

শুক্রবার(২৮ ফেব্রুয়ারি)২০২৫ ইংঃ সকাল ৮:০০ ঘটিকা সময় হতে  রাত ১০:০০ ঘটিকা  সময় পর্যন্ত চট্টগ্রামের এলজিডি ভবনে একুশের চ্যালেঞ্জার কাপ ২০২৫খ্রিঃ অনুষ্ঠিত হয়।

এবারের একুশের চ্যালেঞ্জার কাপে একই ঘরের দুই‍‍`ভাই  সুদর্শন চাকমা (ইন্ডিভিজুয়াল ফাইটে স্বর্ণপদক অর্জন করেন) রাজন চাকমা (ফাইটে স্বর্ণপদক এবং তাম্র পদক অর্জন করে)

রাঙামাটি সদরস্থ  উত্তর বিহারপুর এলাকার পিতা রিগার্ড চাকমা,মাতা মিতা চাকমা ছেলে দু‍‍`জন। তারাই দুজনেই বর্তমানে বিকেএসপির ছাত্র।

ইভেন্টে অংশগ্রহণ করেন ৫০০‍‍`শ(পাঁচশত) প্রতিযোগী যেখানে ফাইটিং  স্কোর করে   রাঙ্গামাটির পক্ষে হয়ে  সুনাম বয়ে আনেন  দুই কৃতি সন্তান। তাদের অর্জন দু‍‍`টি গোল্ড এবং একটা ব্রোঞ্জ পদক।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ