• ঢাকা বৃহস্পতিবার
    ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ফরিদপুরে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে দুর্গম সুরের আসরের ইসলামী সংগীত পরিবেশন

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০২:৩৬ পিএম

ফরিদপুরে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে দুর্গম সুরের আসরের ইসলামী সংগীত পরিবেশন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে দুর্গম ‌ ‌সুরের আসরের পক্ষ থেকে ইসলামী সংগীত পরিবেশন ও রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য  সচেতন করা  হয়েছে ।

শনিবার বেলা  ১২ টার দিকে ফরিদপুর প্রেসক্লাব ‌এর সামনে সংগঠনের উদ্যোগে ‌ একটি পিকআপে করে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। ‌

এ সময় সংগীত পরিবেশন করেন ‌  জজকোর্ট জামে  মসজিদের ইমাম  মিজানুর রহমান,  দুর্গম সুরের আসরের পরিচালক আব্দুল আলিম, মোঃ  এমদাদুল হক, মোঃ  হাফিজুর রহমান, আবু তালেব, ফারাবি মাহমুদ রিফাত, বায়েজিদ হোসেন, রহমত উল্লাহ , আব্দুল্লাহ আল মাসরুর।

এসময়  শহরের  তারা শহরের  বিভিন্ন জায়গায়  ‌মাহে রমজান সম্পর্কে সচেতনতা ‌ এবং রমজানে পবিত্রতা ‌ রক্ষার্থে ‌গজল ও ইসলামিক সংগীত পরিবেশন করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

আর্কাইভ