• ঢাকা শনিবার
    ০১ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

কটিয়াদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের স্বাগত মিছিল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৮:৫৪ পিএম

কটিয়াদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের স্বাগত মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

নারায়ে তাকবীর,আল্লাহু আকবর’,‘আহলান সাহলান,মাহে রমজান,‘দিনের বেলা পানাহার, বন্ধ করো করতে হবে’,‘রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে’,‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করে করতে হবে’, বদরের হাতিয়ার,গর্জে ওঠো আরেকবার’, ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’,দ্রব্য মূল্যের উর্ধগতি, বন্ধ করো করতে হবে’ এই স্রোগানে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে জামায়েত ইসলামী  কিশোরগঞ্জের কটিয়াদী শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৮ ফেব্রুয়ারি স্বাগত মিছিলটি কটিয়াদী কলামহাল দরগাহ মসজিদ থেকে শুরু করে   বাজারের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  চরঝাকালিয়া রফিক মোড়ে এসে শেষ হয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকরে পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের দাবিতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহীদুল ইসলাম দুলালের পরিচালনায় স্বাগত মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন-জামায়াতের কটিয়াদী উপজেলা আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,উপজেলা জামায়াতে  সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা জামাত ইসলামী সহকারী সেক্রেটারী সাইদুল হক বিএসসি,উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  শফিকুল ইসলাম মোড়ল প্রমূখ। ।

পথ সভায় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। মুসলিম ভাইয়েরা সেহরি খেয়ে সারাদিন রোজা রেখে অন্তত ইফতারটা যেনো সাধ্যমতো করতে পারেন। দয়া করে রোজাদারদের কষ্টদায়ক এমন কিছু করবেন না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার নাগালে আনতে বাজার নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখাসহ অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, হাউজি ইত্যাদি অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান বক্তারা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ