• ঢাকা শুক্রবার
    ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৬:২৮ পিএম

পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ

নবনির্বাচিত কমিটির তালিকা হাতে সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। শুক্রবার সকালে পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রে।

পাবনা প্রতিনিধি

পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বনমালী অডিটরিয়ামে বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ড. মো: হাবিবুল্লাহ। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ মোসাদ্দেক আলী খান খসরু।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি এ্যাডভোকেট সনৎ কুমার সরকার ও ডা. মনোয়ারুল আজিজ। সভার শুরুতেই শোক প্রস্তাব গ্রহণ এবং প্রতিষ্ঠানের প্রয়াত সদস্যদের আত্মার শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

পরে অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক নির্বাচন।নির্বাচনে অঞ্জন চৌধুরী পিন্টুকে সভাপতি এবং ড. মো: হাবিবুল্লাহকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

এ নির্বাচন পরিচালনা করেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মির্জা আজিজুর রহমান, এ্যাডভোকেট কাজী সাইদুর রহমান ও পাবনা প্রেসক্লাবের সম্পাদক মো: জহুরুল ইসলাম।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ