• ঢাকা বুধবার
    ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি মিন্টু গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৪:৪০ পিএম

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি মিন্টু গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

 নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রোবায়েত ইসলাম মিন্টুকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।  মঙ্গলবার দিনগত গভীর রাতে শহরের আতিয়ার কলোনি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  চলমান ডেভিড হান্ট অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত রোবায়াত ইসলাম মিন্টুর স্ত্রী স্কুল শিক্ষক সায়মা পরভীন জানান, গভীর রাতে যৌথবাহিনীর সদস্য আতিয়ার কলোনি বাসা ঘিরে ফেলে এবং আমার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে আমার স্কুলপড়ুয়া ছেলে কে মারপিট করার অভিযোগ করেন।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান. সৈয়দপুর বিএনপি অফিস ভাংচুর ও লুটপাট মমলায় তঁকে গ্রেপ্তার করা হয়েছে।  

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ